কলমাকান্দায় কৃষকের পাশে ছাত্রলীগ

আপডেট: April 29, 2023 |
jbu
print news

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক কৃষকের ধান কেটে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার (২৯ এপ্রিল) কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের পেটকির বিলে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের কর্মী নেতাকর্মীরা।

এর আগে গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

স্থানীয় ওই কৃষক বলেন, ‘আমার জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে।

নেতাকর্মীরা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ভাইয়ের নির্দেশে শ্রমিক সংকটে থাকা এক কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেই। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।

Share Now

এই বিভাগের আরও খবর