মাঠে শুধুই আওয়ামী লীগ গায়েব বিএনপি

আপডেট: December 23, 2018 |

শামিয়ানা টাঙানো ট্রাকে লাউড স্পিকারে বাজছিল ‘নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনার সালাম নিন’ গানটি। ট্রাকে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী-সমর্থক সেই গানের তালে তালে নাচছিলেন। ছুটির দিনে তারা ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার জন্য এভাবেই ভোটের প্রচারণা চালাচ্ছিলেন। জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকার মিরপুরের এ আসনটির প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্রই এখন ইলিয়াস মোল্লার প্রচারণা চালানো হচ্ছে। পাড়া-মহল্লায় তৈরি করা হয়েছে বড় বড় নৌকার তোরণ। এলাকা ছেয়ে গেছে ইলিয়াস মোল্লার নির্বাচনী পোস্টারে। রিকশায় এই প্রার্থীর বড় ব্যানার টাঙিয়ে মাইকে উচ্চশব্দে নৌকার জন্য ভোট চেয়ে গান বাজানো হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবেই মিরপুরে ইলিয়াস মোল্লার কর্মী-সমর্থকদের তার জন্য ভোটের প্রচারণা চালাতে দেখা যায়।

অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেল বিএনপি প্রার্থী আহসান উল্লাহ হাসানের ক্ষেত্রে। নির্বাচন ঘনিয়ে এলেও এ আসনের কোথাও এই প্রার্থীর কোনো পোস্টার চোখে পড়েনি। এমনকি তিনি নিজ এলাকায় এখন পর্যন্ত প্রচারণাও শুরু করতে পারেননি। মিরপুর সি ব্লকের ১১ নম্বর রোডের মাথায় হাসানের নিজ বাসভবনে গিয়ে তা বন্ধ পাওয়া যায়। জানা গেছে , হাসানের স্ত্রী মাঝেমধ্যে বাসায় এলেও হাসানকে দীর্ঘদিন এখানে আসতে দেখা যায়নি। এ এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা হলে তারা জানান, এক সময় যে হাসান কমিশনার এলাকায় রাজত্ব করছিলেন তাকে এখন এলাকা থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তারা আরও জানান, শুনেছি হাসান নির্বাচনে দাঁড়িয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাকে কোনো প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি। কিছুদিন আগে হাসানের স্ত্রী তার হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হেনস্তার শিকার হন। পরে তাকে স্থানীয় থানা পুলিশ গ্রেফতার করে এবং অসুস্থ থাকায় পরে ছেড়ে দেওয়া হয়। সরেজমিন পল্লবী আবাসিক এলাকা, রূপনগর, মিরপুর ৬, ১১ ও ১২ নম্বর, কালশী, আরামবাগ আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে ইলিয়াস মোল্লাহর নির্বাচনী প্রচারণার তোড়জোড় চোখে পড়ে। পাড়া-মহল্লার মোড়ে মোড়ে ইলিয়াস মোল্লাহর কর্মী-সমর্থকরা শামিয়ানা টাঙিয়ে ভোট ক্যাম্প খুলে বসেছেন। রাতদিন বিভিন্ন এলাকায় গিয়ে ইলিয়াস মোল্লাহ নিজে ভোটারদের কাছে নৌকায় ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। এলাকায় এই প্রার্থীর গণসংযোগকাজে অন্যদের মধ্যে সহযোগিতা করছেন ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ৬ নম্বর ওয়ার্ড কউন্সিলর হাজী মো. রজ্জব হোসেনসহ ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা। এ ছাড়া এলাকায় নারী ভোটারদের ভোট পেতে এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নারী কর্মীরাও একযোগে ইলিয়াস মোল্লাহর জন্য প্রচারণা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও ঢাকা-১৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. সিদ্দিকুর রহমানের হাতপাখার কিছু পোস্টার চোখে পড়েছে। এর বাইরে এ আসন থেকে কোদাল মার্কার প্রার্থী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি নাঈমা খালেদ মনিকাকেও বেশকিছু এলাকায় গণসংযোগ করতে দেখা গেছে।

-বৈশাখী নিউজ/Boishakhi News

Share Now

এই বিভাগের আরও খবর