ডেমোক্র্যাটদের হুমকি দিলেন ট্রাম্প!
আপডেট: December 23, 2018
|
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ডেমোক্র্যাটদের ‘সরকার অচল’ হয়ে পড়ার হুমকি দিয়েছেন। মেক্সিকো প্রাচীরের জন্য তহবিল বরাদ্দ অনুমোদন না করলে দীর্ঘদিনের জন্য যুক্তরাষ্ট্রের সরকার অচল হয়ে পড়বে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫শ’৭০ কোটি ডলার দাবি করেছেন ট্রাম্প। মার্কিন আইন প্রণেতারা তার এ দাবি মেনে তহবিল অনুমোদন করলেও দেশটির সিনেটে ডেমোক্র্যাট ভোটে এ তহবিল অনুমোদন পাবে না বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে, বিলটি পাস না হলে সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হতে শুরু করবে। এতে কৃষি, বন অধিদফতরসহ বেশ কিছু বিভাগ বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-বৈশাখী নিউজ/Boishakhi News