আপিলেও মনোনয়নের বৈধতা পেল না জাহাঙ্গীর

আপডেট: May 4, 2023 |
inbound7032914234030143951
print news

মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিলের পর গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেতে জাহাঙ্গীর আলমের আপিল নামঞ্জুর হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ মে) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম তার আপিল আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, গত ৩০ এপ্রিল গাজীপুরের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সময় রিটার্নিং অফিসার জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী জাহাঙ্গীর আলম যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন, সেই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হলো।

পরে সেদিনই উপস্থিত সাংবাদিকদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করার কথা জানিয়েছিলেন জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি- যেহেতু আপনারা ব্যাংক কর্তৃপক্ষকে ডেকেছেন, ব্যাংক তাদের লিখিত জবানবন্দি দিয়েছে। কিন্তু আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা নির্বাচনকে নিরপেক্ষ প্রমাণ করে না।

Share Now

এই বিভাগের আরও খবর