ফরিদপুরের সদরপুরে ৩ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট: May 4, 2023 |
Boishakhinews24.net 41
print news

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মহসিন মাতুব্বর নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর খালাসিডাঙ্গী এলাকায় গোপন তথ্যে ভিত্তিতে বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আব্দুল খালেক মাতুব্বরের ছেলে মহসিন মাতুব্বর (৪২) কে একটি বসতঘর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করে। মহসিন মাতুব্বর এই গ্রামেরই বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।

বিকেলে তাকে আদালতে হাজির করা হয় পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share Now

এই বিভাগের আরও খবর