সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

আপডেট: May 12, 2023 |
Boishakhinews24.net 73
print news

যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে আরও ২৩৯ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরলেন। এর আগে বৃহস্পতিবার সকালে ৫১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

গত ৮ মে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৫ বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর