জাপানে গুলি ও ছুরি হামলায় নিহত ৩

আপডেট: May 26, 2023 |
inbound2281189215029780388
print news

জাপানের নাগানো প্রশাসনিক অঞ্চলের নাকানো নগরীতে ছদ্মবেশে এক ব্যক্তি প্রথমে এক নারীকে ছুরিকাঘাত করে এবং পরে শিকারের রাইফেল হাতে হামলা চালায়।

হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

হামলায় দুই পুলিশ নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে একটি অফিস ভবনে আটকে রাখা হয়েছে।
জাপানে বন্দুক সহিংসতার ঘটনা অত্যন্ত বিরল।

যদিও গতবছর জুলাইয়ে বন্দুক হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানে হাতবন্দুক নিষিদ্ধ এবং রাজনৈতিক সহিংসতার কথা প্রায় শোনাই যায় না। সেই জপানেই সবচেয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবের হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল।

জাপানে বন্দুক কিনতে হলে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। ক্রেতাকে মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও দিতে হয়।

এতশত পরীক্ষার পরও সেখানে সাধারণ মানুষের কেবল শটগান ও এয়ার রাইফেল কেনার অনুমতি আছে।

Share Now

এই বিভাগের আরও খবর