শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ছাত্রলীগকেই শৃঙ্খল ভুমিকা রাখতে হবে: ইনান

আপডেট: June 2, 2023 |
print news

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো সরকার প্রধান করতে ছাত্রলীগকে সুশৃঙ্খল ভুমিকা রাখতে হবে।

জাতির পিতার হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা সদস্যকে হতেহবে মার্জিত, সুশৃঙ্খল এবং আদর্শবান। তবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ষোষনা বাস্তবে রুপ নিবে।’

বৃহস্পতিবার (১জুন) সন্ধ্যায় ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে জেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান একথা বলেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।

জেলা ছাত্রলীগের সাধারণ সসম্পাদক তরিকুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু।

এর আগে বিকেলে সার্কিট হাউস গেটে জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক এর নেতৃত্বে শেখ ওয়ালী আসিফ ইনান’কে ফুল দিয়ে বরণ করেছেন জেলা ও উপজেলা ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর