ঝালকাঠির পল্লীতে মাদক সেবনে নিষেধ করায় বৃদ্ধাকে জখম

আপডেট: June 7, 2023 |
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ৪/৫জন যুবক ব্রিজের উপরে বসে মাদক সেবন করছিলো।

পথচারী বৃদ্ধা সাফিয়া বেগম (৬০) ওই পথ দিয়ে হেটে যাচ্ছিলো। ওই ৪/৫ যুবকের মাদক সেবন ও বিক্রিকে কেন্দ্র অশালীন কথাবার্তা বলতে তাকে।

ওই বৃদ্ধা তা সইতে না পেলে প্রকাশ্যে মাদক সেবন ও অশালীন কথাবার্তা বলতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে আলআমি (২৫). সোহেল সাইদুল, সোহেল ও সিরাজুল ওই বৃদ্ধার উপরঅতর্কিত হামলা চালায়।

মারধর করে নাক ও চোখে গুরুতর জখম করে। সদর উপজেলার চৌপালা এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে এঘটনা ঘটে।

গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত বৃদ্ধার পুত্র মেহেদী হাসান।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সদর থানার এএসআই অনিমেষ।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর