নিখোঁজের ১৪ দিন পরেও খোঁজ মেলেনি প্রবাসীর স্ত্রী-সন্তানের


মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামের কুয়েত প্রবাসী সাইদুল ইসলাম ওরফে মঞ্জু এর স্ত্রী কুমকুম বেগম (২৮) ও কন্যা মারিয়া জান্নাত (০৬) নিখোঁজ হওয়ার ১৪ দিন
পরেও খোঁজ মেলেনি।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের উদ্ধার বা খোঁজ দিতে পারেনি। বুধবার (৭ জুন) সাংবাদিকদের কাছে প্রবাসী
মঞ্জুর মা ফাতিমা বেগম এ অভিযোগ করেন।
গত ২৫ মে ২০২৩ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৬ টায় উপজেলার আমুয়া বন্দর থেকে তারা নিখোঁজ হন।
শাশুরী ফাতিমা বেগম জানান, ২৫ মে বৃহস্পতিবার সকালে কুমকুম বেগম তার মেয়েকে আমুয়া লঞ্চঘাট আলহাজ্ব আব্দুল মজিদ খান নূরানী তালিমুল কুরআন হাফিজি মাদ্রাসার প্লে শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য নিয়ে যান।
তারা পরীক্ষা শেষে বাসায় না ফেরায় মাদ্রাসা ও মঞ্জুর শশুর
বাড়ীতে খোঁজাখুজি করে তাদের পাওয়া যায়নি।
কুমকুম তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম তার পিতার বাড়ীতে রেখে যান।
সে প্রায়ই তার পিতার বাড়ীতে রাত্রি যাপন করত। এ ব্যাপারে গত ২৭ মে ২০২৩ তারিখ কাঁঠালিয়া
থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।