ইবি অধ্যাপককে মারধরের ঘটনায় শিক্ষক সমিতির প্রতিবাদ

আপডেট: June 8, 2023 |
inbound8407358159058921517
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক. ড. মো. মোস্তাফিজুর রহমানের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে ইবি শিক্ষক সমিতি।

একই সাথে হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনানুগ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিবৃতিতে বলেন, গত ৭ জুন ত সকাল ৬ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণ করছিলেন।

এসময় জনাব মোস্তাফিজুর রহমান-কে একা পেয়ে হাউজিং ডি ব্লকের ১৬৭নং বাসার বাসিন্দা মোঃ সোহেল মাহমুদ (ব্যাংক কর্মকর্তা) অতর্কিত তাঁর উপর হামলা করে।

বিবৃতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনানুগ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানায়।

Share Now

এই বিভাগের আরও খবর