সদরপুরে শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

আপডেট: June 15, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে শ্বশুর তোতা মিয়াকে হত্যার দায়ে জামাতা আমিন ভূইয়াকে (৪১) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

আমিন ভূইয়া সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

হত্যার শিকার তোতা মিয়া সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

গত ২০১৭ সালের ২১ জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালে তোতা মিয়ার মেয়ে আজুফা বেগমের (৩৮) সঙ্গে আমিন ভূইয়ার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই আলামিন বিভিন্ন সময়ে যৌতুকের টাকার জন্য তাকে নির্যাতন করে আসছিল।

সর্বশেষ জুয়া খেলা ও মাদকের টাকার জন্য আজুফার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। এতে আজুফা অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় আলামিন।

এই নির্যাতনে অতিষ্ট হয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি ফরিদপুরের নোটারি পাবলিক এর মাধ্যমে আলামিনকে একতরফা তালাক দেয় আজুফা।

এ ঘটনা জানার পরে আলামিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শ্বশুরবাড়িতে এসে আলামিন ২১ জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে তার শ্বশুর তোতা মিয়াকে টিউবয়েলের মাথা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

ওই দিনই (২১জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ২২ জানুয়ারি আমিন ভূইয়া ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সদরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আফসার উদ্দিন মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর আমিন ভূইয়াকে একমাত্র অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

এ রায়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সানোয়ার হোসেন সন্তোষ প্রকাশ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর