বড়াইগ্রামে নয় প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: June 19, 2023 |
inbound1932995339264149804
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নয়টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রধান করা হয়েছে। ভোক্তা অধিকার নাটোরের অভিযান কালে এই অর্থ দণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৯ জুন) বড়াইগ্রামে রোলফা বাজারে মেসার্স নিউ রজনী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, রয়না মোরে রাবেয়া বেকারি, নিউ কুমিল্লা বেকারি, রাজ্জাক মোড়ে সজীব মিষ্টি বাড়ি অ্যান্ড কনফেকশনারী, তিরাইল বাজারে রিফাত মিষ্টান্ন ভান্ডার, বনপাড়া বাজারে কোহিনুর বেকারি,ও আবিদ বেকারী , মল্লিক পাড়ায় বিনিময় হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এবং মৃধা পাড়ায় ঢাকা কিং এই নয় প্রতিষ্ঠানকে মোট ৮৮ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।।

অভিযান পরিচালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান তানভীর সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ নাটোর।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন র্্যাব পাঁচ এর একটি চৌকস দল ।

মেহেদী হাসান তানভীর জানান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং যথাযথ ভাবে পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে জনস্বার্থে এই অভিযান পরিচালনা চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর