রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানীর পশুর হাট

আপডেট: June 22, 2023 |
inbound8745596453703400938
print news

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় এবার কোরবানির পশুর হাট বসবে ১৯টি স্থানে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসবে।

ইতোমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।

দক্ষিণ সিটির অস্থায়ী এসব পশুর হাটের মধ্যে রয়েছে- ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, যাত্রাবাড়ি দনিয়া কলেজ সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এর আশ-পাশের খালি জায়গা।

এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার এর মৈত্রী ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশ-পাশের খালি জায়গায় হাট বসবে।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে রয়েছে-বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরস্থিত ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) পশুর হাট, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নাম্বার ওয়ার্ডের ৬ নাম্বার সেকশন (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, ৪৪ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পার্শ্বে জামালপুর প্রপার্টিজ এর খালি জায়গায় হাট বসবে।

Share Now

এই বিভাগের আরও খবর