সাংবাদিক নাদিম হত্যায় আরও একজন গ্রেপ্তার

আপডেট: July 10, 2023 |
inbound7773397242282211886
print news

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক নাদিম হত্যা মামলায় জামালপুরের বকশীগঞ্জ থেকে গাজী শামীম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ১৭ (শনিবার) সকালে এই মামলায় মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ করায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালায়।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর