মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬৫
আপডেট: July 10, 2023
|


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৪ হাজার ৩৬৯ পিস ইয়াবা, ৫৭ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৯৩ গ্রাম ২৫৯ পুরিয়া হেরোইন ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে।