আশা করি সংসদে যাবে বিএনপি: আইনমন্ত্রী

আপডেট: January 17, 2019 |
print news

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,আশা করি সংসদে যাবে বিএনপি। তাদের এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না তা মনে করি না। আমার মনে হয়, বিএনপি’র শুভ বুদ্ধির উদয় হবে। আর যদি তারা সংসদে না যায় তাহলে জনগণই দেখবে তাদের কী পরিণতি হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা মন্ত্রীর হাতে কাগজের নৌকা তুলে দিয়ে এবং ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়।

মন্ত্রী এ সময় আরো বলেন, যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, শাহবুদ্দিন বেগ, শাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সকালে মন্ত্রী কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন। পরে মন্ত্রী সেখান থেকে সড়ক পথে কসবায় যান। বিকেলে কসবার গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর