মোংলা বন্দরে ৩১ হাজার টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ

আপডেট: July 13, 2023 |
inbound294827796246709704
print news

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার টন কয়লা নিয়ে এমভি পানাগিয়া কানালা নামের একটি ইন্দোনেশিয়ান জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকরেজে জাহাজটি ভিড়ে।

বৃহস্পতিবার দুপুরে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, এমভি পানাগিয়া কানালা জাহাজটি গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের ১১ নম্বর অ্যাংকরেজে ওই জাহাজটি ভিড়েছে। তবে একই দিন দুপুর ১টা থেকে আমদানি করা কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। পরে জাহাজের খালাস করা কয়লা পরিবহন করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে।

এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসে।

Share Now

এই বিভাগের আরও খবর