সংবিধান না মানলে নিজেদের বাংলাদেশের নাগরিক বলা ঠিক না: আইনমন্ত্রী

আপডেট: July 14, 2023 |
inbound6355105174810140357
print news

যারা সংবিধান মানে না, তাদের বাংলাদেশি নাগরিক বলা ঠিক না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারেন।

আমরা সংবিধান মেনে চলি। তার কারণ হলো, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই সংবিধান দিয়েছেন।

আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। যারা এই সংবিধান মানেন না, তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলাটা আমার মনে হয় সঠিক হয় না।’

আজ সকালে আইনমন্ত্রী মহানগর প্রভাতী ট্রেনে চড়ে আখাউড়ায় যান। স্টেশনে নেমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিছু দিকনির্দেশনা দিয়েছেন।

সে অনুযায়ী আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলব।

আজ মন্ত্রী দিনভর কসবা-আখাউড়ায় পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর