বড়াইগ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট: July 14, 2023 |
inbound3207964747507287027
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু তনয়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ৩ নং জোনাল ইউনিয়ন পরিষদ চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নাটোরের বড়াইগ্রামে তিন নং জোনাইল ইউনিয়ন বাসীর উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাটোর চার বড়াইগ্রাম ও গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা।

সাবেক সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ মোহাম্মদ আজমত আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রিপন সরকার, মোঃ সোহেল রানা মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ শাকিল আহমেদ মোঃ আকরাম সর্দার মোহাম্মদ রানাসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক ইউপি সদস্য মহররম আলী মূধার সঞ্চালনায়
উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি পদপ্রার্থী আহম্মদ আলী মোল্লা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই তাই আগামী নির্বাচনে দল-মত জাতি ধর্ম নির্বিশেষে নৌকার পক্ষে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমার পাশে পাবো সে আশা ব্যক্ত করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর