ফরিদপুরে কৃষক কুদ্দুস হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট: July 16, 2023 |
inbound4448353652968042395
print news

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় কৃষক আঃ কুদ্দুস শেখ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ রবিবার বেলা আড়াই টায় ফরিদপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন এমদাদুল শেখ, মিরাজ শেখ, এরশাদ সিকদার, জব্বার সিকদার। এরা প্রত্যেকে জেলার বোয়ালামারী উপজেলার কুন্ডু রামদিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় ফরিদপুর জেলার বোয়ালামারী উপজলার কুন্ডু রাম দিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীরা নিহত আঃ কুদ্দুস শেখসহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্রসস্র নিয়ে তাদের হামলা করে।

এই ঘটনায় কুদ্দুস শেখ সহ আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুত্বর আহত কুদ্দুসকে ঢাকায় রেফাড করা হলে যাত্রা পথে তিনি মারা যায়। পরে নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে বোয়ালামরী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

থানা পুলিশের তদন্ত শেষে এই ঘটনায় ৫ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে অভিযুক্ত ৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।

এক জনের বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর