ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৯জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের বদরপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২২) ও বোয়ালমারী উপজেলার সাগর (২৩)। তার বাবার নাম-পরিচয় জানা যায়নি। মিরাজ প্রাণ কোম্পানিতে বিপণনকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, মিরাজ ও তার এক বন্ধু মোটরসাইকেলে ফরিদপুরে ফিরছিলেন।
ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন আখ সেন্টারের সামনে সন্ধ্যায় পৌঁছামাত্রই বাগেরহাট হতে ছেড়ে আসা ফরিদপুর অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিরাজ হোসেন নিহত হন। সাগরকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে তিনি মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসাদ জানান, সড়ক দুর্ঘটনায় সাগর নামে আহত এক যুবককে হাসপাতালে আনার পর মারা গেছেন।
পুলিশ জানায়, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।