মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারনে কুবি শিক্ষকের মৃত্যু

আপডেট: July 20, 2023 |
inbound1666490530385523272
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারনে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে আনুমানিক দিবাগত রাত পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে নয়টায় তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

শাহ একলিমুর রেজার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। ২০১৭ সালে তিনি কুবিতে পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর