নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপিকে গোলাপবাগে সমাবেশের পরামর্শ ডিএমপির

আপডেট: July 26, 2023 |
inbound4314127574795203224
print news

বিএনপিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনে মহাসমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কর্মদিবসে সমাবেশ আয়োজনের উদ্যোগকে অনুমতি না দেওয়ার কারণ হিসেবে জানিয়েছে পুলিশ। পরিবর্তে গোলাপবাগ মাঠ বিবেচনা করতে বলা হয়েছে।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ থেকে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির মিত্র দলগুলোও একই দিনে রাজপথে নানা কর্মসূচির ঘোষণা দেয়।

বুধবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার কর্মদিবস, তাই বিএনপিকে সোহরাওয়ার্দী ও পল্টনে সমাবেশ করতে দেওয়া যাচ্ছে না।

বিএনপিকে আমরা গোলাপবাগ মাঠ পরিদর্শনের অনুরোধ জানিয়েছি। তারা যদি সেখানে সমাবেশ করতে চায়, করতে পারবে।’

বিএনপির মহাসমাবেশ ঘোষণার পর বায়তুল মোকাররম এলাকায় ‘শান্তি সমাবেশে’র ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন।

এদিন চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ডেকেছে।

Share Now

এই বিভাগের আরও খবর