সোমবার সব জেলা শহর ও মহানগরে বিএনপির জনসমাবেশ

আপডেট: July 30, 2023 |
inbound7208159890679954019
print news

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আগামী সোমবার ৩১ জুলাই সারাদেশের সকল মহানগরে সমাবেশ ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার দলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দোটেমা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু ৩১ জুলাই সোমবার সারাদেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ ঘোষণা করছি।

আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসাবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামী কাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মত একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করবো এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি ও সরকারদলীয় বাহিনীর বেআইনি এবং সন্ত্রাসী তৎপরতার জবাব দেয়ার ক্ষমতা জনগণের রয়েছে; কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ফলে যে অবাঞ্চিত ও মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হলো, আমরা তা বরাবরই পরিহার করতে চেয়েছি এবং আজও করেছি। এটা আমাদের দুর্বলতা নয়, জনগণ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা।

মির্জা ফখরুল বলেন, আমরা জেনেছি যে, মাতুয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেয়ার ও ভাংচুর করার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চালানো হচ্ছে।

অথচ পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে, পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে চলে গেছে।

কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপর দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা

সংশ্লিষ্টদের পরামর্শ দিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর