নাটোরে বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে: এমপি শিমুল

আপডেট: July 30, 2023 |
inbound6465266322655926980
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর-২( সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, বিএনপি দেশে নতুন করে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করছে।

জনগন থেকে প্রতারিত দলটি দেশে আতংক সৃষ্টি করতে আবারও তৎপরতা শুরু করেছে।

এই দেশে রাজনীতি করতে হলে শান্তিপুর্নভাবে করতে হবে বলে বিএনপিকে হুঁশিয়ারী দেন এমপি শিমুল।

তিনি বলেন,বিএনপিকে আর আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করতে দেওয়া হবেনা।

কাল সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশ রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষনা দেন এমপি শিমুল।

বিএনপি’র আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগের একাংশ।

রোববার দুপুর ১২ টার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা নাটোর প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে।

শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

সমাবেশে শফিকুল ইসলাম শিমুল এমপি,আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার দাস, মাসুদুর রহমান, জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর