আক্কেলপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ

আপডেট: August 8, 2023 |
inbound9040201576659957424
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নওজেশ আরা, আক্কেলপুর থানা পরিদর্শক মোঃ মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে মহীয়সী এই নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকীতে উপজেলার ৮ জন দুস্থ প্রশিক্ষিত মহিলার মাঝে পা-চালিত ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুমন কুন্ডু।

Share Now

এই বিভাগের আরও খবর