সিংগাইরে গরম চা ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দেয়ায় স্বামী গ্রেপ্তার

আপডেট: August 8, 2023 |
inbound8662199908883186924
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : স্বামীর পরকীয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে গরম চা ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী মোঃ সবুজ (৩৫)।

রোববার (৬ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার কাংশা পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। গার্মেন্টস কর্মী সবুজ ওই এলাকার শাহজাহানের ছেলে।

সোমবার (৭ আগস্ট ) স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী সবুজকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার কর্মস্থল থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে চা খেতে চায় সবুজ।

স্ত্রীর বানিয়ে দেয়া চা খেতে খেতেই সবুজের পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সবুজ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা গরম চা স্ত্রীর মুখে ছুঁড়ে মারে। এতে তার মুখমন্ডল ঝঁলসে যায়।

স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরদিন সোমবার স্ত্রী থানায় মামলা করলে পুলিশ সবুজকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় সবুজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর