পাঁচবিবিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


জয়পুরহাট প্রতিনিধিঃ বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন ও অর্থ সহায়তা তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু
পাচঁবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন,সহকারি কমিশার( ভূমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল,পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগ প্রস্তাবিত কমিটির যুগ্ন আহবায়ক আবু সাইদ জাফর চৌধুরী সুমনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।