বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন

আপডেট: August 8, 2023 |
inbound3510558706224658590
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে নানা কর্মসুচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম স্থানীয় সরকার উপ-পরিচালক আশরাফুল ইসলাম, ডিডি কৃষি আব্দুল ওয়াদুদ প্রমুখ।

পরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে ৫০ জন অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রত্যেককে ২ হাজার করে ১লাখ টাকা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জন নারীকে ১৪ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর