বাগাতিপাড়া বঙ্গমাতা ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট: August 8, 2023 |
inbound6922571690568267486
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা, সেলাই মেশিন, চেক ও সনদপত্র বিতরণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খদেজা বেগম শাপলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন প্রমুখ।

আলোচনা সভা শেষে দুস্থ নারীদের মাঝে ৬ টি সেলাই মেশিন ও ৫০ জন আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে ১২ হজার টাকা করো মোট ৬ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে একইস্থানে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

শেষে বঙ্গমাতার এঁর রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ নুরুজ্জামান।

Share Now

এই বিভাগের আরও খবর