কাউখালীতে প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘর পেল ১২৫ পরিবার

আপডেট: August 9, 2023 |
inbound3412328500593415364
print news

পিরোজপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়নের ঘর ও জমি হস্তান্তর।

বুধবার সারাদেশে একযোগে ২২ হাজার ১ টি ঘর ও জমি হস্তান্তর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০ টায় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ মোঃ মনিরুজ্জামান পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক ও উপকারীভোগিরা।

Share Now

এই বিভাগের আরও খবর