সিংগাইরে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গুণীজন সম্মাননা সভা

আপডেট: August 10, 2023 |
inbound6616506446165375009
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে এক গুণীজন সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) বিকেলে সিংগাইর গার্লস স্কুল রোডে আড্ডা ক্যাফে-২ রেস্টুরেন্টে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিঃ এর সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বিডিএমএ সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম ওয়াজিদ শিহাবের পরিচালনায় ডা. আবুল বাসার মোল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিডিএমএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ডা. এমএ কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কবি ডা. মো. আবুল হাসান, উপজেলা বিডিএমএ’র উপদেষ্টা ডা. মো. ওসমান গনি, ডা. মো. জয়নাল আবেদীন, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিঃ এর রিজিওনাল সেলস ম্যানেজার বিভাস সাহা ও এরিয়া ম্যানেজার কেএম নুরুল আজম।

এসময় বক্তারা বলেন, আমরা যারা এ পেশায় আছি, সাধারণ মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারপরও কিছু মানুষ আমাদের ডাক্তার হিসেবে বিরোধীতা করেন।

এটা আসলেই খুব দুঃখজনক । আমাদের সকলকে আরো ঐক্যবদ্ধ হয়ে স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা আরো বলেন, উচ্চ আদালতে দায়ের করা রীট পিটিশন মোকদ্দমায় রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নামের আগে ডাক্তার লেখার অনুমতি রয়েছে বলেও জানান।

এ জন্য প্রশাসনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সু-দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

দ্বিতীয় পর্বে কর্মজীবন কৃতিত্বের সাথে অতিবাহিত করে এ পেশা থেকে অবসর নেয়া জেলা বিডিএমএ’র সভাপতি ডা. এমএ কাদের, সাধারণ সম্পাদক ডা. মো. আবুল হাসান, উপজেলা বিডিএমএ’র উপদেষ্টা ডা. মো. ওসমান গনি, ডা. মো. জয়নাল আবেদীন, ডা. মো. মনোয়ার হোসেন খান, ডা. গোবিন্দ লাল সরকার ও ডা. মোতাহার হোসেনের হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

সেই সঙ্গে বিডিএমএদের কাজে সহযোগিতা করার জন্য বৈশাখী নিউজ ২৪ ডটনেট নিউজ পোর্টালের সিংগাইর প্রতিনিধিকেও সম্মাননা দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর