বগুড়ার সোনাতলায় বৃদ্ধার লাশ উদ্ধার


শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামে জাহেরা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) সকালে খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে তার শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পুলিশের পাশাপাশি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর ( সিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত জাহেরা বেওয়া বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের মৃত-কাশেম শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহেরা বেওয়ার চার ছেলে এবং দুই মেয়ে। ছেলেদের মধ্যে একজন ঢাকায় এবং অপরজন টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অপর দু’জন এলাকায় বসবাস করে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, রাতে বৃদ্ধা জাহের বেওয়া শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ার পর কোন এক সময় ওই হত্যাকান্ডটি ঘটনানো হয়।
তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। আশাকরি খুব তাড়াতাড়ি রহস্য উন্মোচন করা সম্ভব হবে।