মদনে পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষের বাম্পার ফলন


মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া, মদন প্রতিনিধি: নেত্রকোনায় পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষের বাম্পার ফলনে কৃষক হারেছ মিয়ার(৫০) মুখে সোনালী হাসি।
মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে কৃষক হারেছ মিয়া তিনি মাত্র ৮ শতাংশ পরিত্যক্ত গাছের ছায়া জমিতে ১১০০ বস্তায় ৩৫ হাজার টাকা খরচে আদা চাষ শুরু করেন তিনি।
তিনি ইউটিউব থেকে দেখে নিজে নিজেই বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গা বস্তায় আদা চাষের পরিকল্পনা করেন, পরে মদন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সুপরামর্শে ১১০০ শত খালি বস্তায় মাটি ভরে আদা চাষ শুরু করেন।
বর্তমানে প্রতিটা বস্তায় আদা গাছে দুই থেকে আড়াই কেজি আদা হওয়া সম্ভাবনা রয়েছে।
কৃষক হারেছ মিয়া বলেন, আমার খরচ বাদে ৪ থেকে সাড়ে চার লক্ষ টাকা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পরিত্যক্ত জায়গা গুলোতে বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক একটি ফসল।
সরাসরি জমিতে আদা চাষ না করে বস্তায় কেন? এমন প্রশ্নের উত্তরে হারেছ মিয়া বলেন, জমিতে আদা চাষ করলে বৃষ্টি জমে আদায় পচন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, জমিতে আগাছা বেশি হয়, আদার বিভিন্ন রোগ বালাই বেশি হয়, সেই তুলনায় বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গা গাছের নিচে বস্তায় আদা চাষ করলে পানি জমে আদায় পচন থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়, পাশাপাশি অন্যান্য রোগ বালাই থেকেও আদা নিরাপদ থাকে, যার কারণে ফলন ভাল হবে।
তিনি এও বলেন, আমার এই আদা চাষকে আমি বেকার যুবকদের কাছে রোল মডেল হিসেবে তুলে ধরতে চাই, বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গা গুলোতে এভাবে আদা চাষ করে বেকার যুবকরা বছরে ৩ থেকে ৫ লক্ষ টাকা আয় করতে পারবে।
আমরা চাকুরীর পিছনে না ছুটে নিজেদের আশেপাশের পরিত্যক্ত জায়গায় এভাবে আদা চাষ করে সফল হতে পারি।
উপজেলা কৃষি অফিস সব সময় নজরে রেখেছেন আমার এই আদা বাগানটা, এবং কোন সময় কীটনাশক ব্যবহার করতে হবে তা আমাকে পরামর্শ দিয়েছেন।
হারেছ মিয়ার এই আদা চাষ দেখে এলাকার অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন, তাদেরকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত রয়েছেন হারেছ মিয়া।
বেকারেরা উদ্বুদ্ধ হয়ে নিজেরাই উদ্যোক্তা হবেন এমনটাই আশা রাখেন সফল আদা চাষী হারছ মিয়া।
এ বিষয়ে গোবিন্দশ্রী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মাইদুল ইসলাম মামুন তিনি বলেন, বাড়ির আঙ্গিনা পরিত্যক্ত জায়গা এত সুন্দর আদা চাষ হয়, আমি কোন দিন কল্পনাই করতে পারিনি।
উপজেলা কৃষি অফিসের সহায়তা আমি নিজেও এই উদ্যোগটি গ্রহণ করব। এবং আমার এলাকার কৃষকদেরকে পরামর্শ দিব বাড়ির আঙিনা পরিত্যক্ত জায়গা বস্তায় আদা চাষ করার জন্য।।
এ বিষয়ে মদন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান তিনি বলেন, কৃষক হারেছ মিয়া ইউটিউব দেখে বস্তায় আদা চাষের পরিকল্পনা করেন।
পরে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শে দেওয়া হয়। জমিতে আদা চাষের চেয়ে বস্তায় আদা চাষ অনেক লাভজনক, বস্তায় আদা চাষে পচন থেকে আদা অনেক নিরাপদ থাকে, এতে কৃষক বেশি লাভবান হয়।
কৃষি অফিস থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং সব রকম সহযোগীতার আশ্বাসও দেন বস্তায় আদা চাষী কৃষকদের।