বগুড়ায় র‌্যাবের অভিযানে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট: August 29, 2023 |
inbound3512501436215856124
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার দুই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি মোসলেম উদ্দিন(৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার ( ২৯ আগস্ট) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোসলেম উদ্দিন আদমদীঘি কড়ই ( সাহানাপাড়া) এলাকার মৃত- আয়েজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব-১২ বগুড়ার, পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আসামি মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যৌতুক ও সিআর মামলা দায়েরের পর থেকেই তিনি পালাতক ছিলেন।

দীর্ঘ দুই বছর এভাবেই বিভিন্ন আত্মীয়- স্বজনের বাড়িতে তিনি পালিয়ে বেড়ান।

এরপর র‍্যাবের একটি চৌকস টিম গোপনে জানতে পারেন আসামি মোসলেম উদ্দিন দুপচাঁচিয়া উপজেলাধীন তালোড়া এলাকায় অবস্থান করছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানায় মামলা নং-০৭,তাং-০৮-০৭-২০২৩ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ) সংক্রান্তে জানা যায়, আসামি মোসলেম উদ্দিন তার স্ত্রীকে বেঅড়ক মারপিট করে দুই পা ভেঙে দেয়।

বর্তমানে তার স্ত্রী প্রায় পঙ্গু এবং হাসপাতালে শয্যাশাহী।

এই ঘটনার পর ভিকটিমের বড় ভাই আব্দুল মতিন মোসলের উদ্দিনকে অভিযুক্ত আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারে বিজ্ঞ আদালত জিআর মামলাটির দুই বছর ও সিআর মামলাটিরআ ছয় মাসের সাজা প্রদান করেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় সোপর্দ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর