বগুড়ায় চাঞ্চল্যকর কলেজ শিক্ষক পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ২

আপডেট: September 3, 2023 |
inbound5622150804223980846
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ পূর্বের শত্রুতার জেরে বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রভাষক শাহজালাল তাকুকদার পারভেজকে কুপিয়ে হত্যা মামলায় রোকসান(৩৫) ও উজ্জ্বল(৪৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(২ রা সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহত পারভেজের স্ত্রী শামসুন্নাহার বাদি হয়ে অজ্ঞাত আসামী করে বগুড়ার শাজাহানপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতার রোকসানা শাজাহানপুর উপজেলাধীন মাথাইলচাপর গ্রামের গোলাম তালুকদারের মেয়ে এবং, উজ্জল হোসেন মৃত-ছাত্তার তালুকদার ওরফে ছাতুর ছেলে।
সম্পর্কে তারা চাচা- ভাতিজি।

এর আগে ওই দিন(শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার মাথাইচাপর এলাকায় দুর্বত্তরা পারভেজকে কুপিয়ে হত্যা করে।

হত্যাকান্ডের পরপরই সাবরুল একাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ। রাতে মামলা দায়েরর পর তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিহত পারভেজ শাজাহানপুর সাবরুল গ্রামের মুনসুর তালুকদার ওরফে মন্টু এর ছেলে। তিনি কাহালু কৈচর টেকনিক্যাল বিএম কলেজের প্রাভাষক ছিলেন।

ব্যক্তি জীবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইউনিয়ন সহ-সভাপতি ছিলেন। এ সব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।

স্হানীয়রা জানান, শনিবারে পারভেজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন।

পথে মাথাইলচাপর এলাকায় পৌঁছিলে সিএনজি চালিত অটোরিক্সায় থাকা কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে পারভেজের ওপর হামলা চালায়।

ওই সময় জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে এক বাড়িতে প্রবেশ করেন পারভেজ। তখন হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং কুপিয়ে ওই খান থেকে চলে যায়।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের ডান হাতের কনুইয়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাজাহানপুর থানার (ওসি) শহিদুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, পারভেজ হত্যা মামলায় নারীসহ দুইজন কে আটক করা হয়েছে।

এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত বাকিদেরকেও ধরতে অভিযান অব্যাহত আছে।

Share Now

এই বিভাগের আরও খবর