গুরুদাসপুরে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট: September 8, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলার চাঁচকৈড় ও পাবনা জেলার চাটমোহর কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মধ্যম পাড়া এলাকার মৃত রায়হান মন্ডলের ছেলে মো. মিনহাজ মন্ডল (১৯), উপজেলার একই এলাকার মো. সাজদুর রহমানের ছেলে মো. জনি (১৮)।

পুলিশ জানায়, বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর এলাকা থেকে জনৈক মো. মামুনুর রশীদ (৩৩) নামে এক ব্যক্তির একটি ভুটভুটি গাড়ি চুরি হয়।

পরে তিনি গুরুদাসপুর থানায় একটি চুরি মামলা রুজু করেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে একটি অভিযান পরিচালনা করেন।

এসময় গুরুদাসপুর উপজেলা চাঁচকৈড় ও পাবনার চাটমোহর এলাকা থেকে আসামি মিনহাজকে গ্রেফতার করে।

আসামির জবানবন্দি অনুসারে অভিযান চালিয়ে আসামি রুবেলকে গ্রেফতার করেন। তার কাছ থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করে। পরে আভিযুক্ত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর