জার্মানির উদ্দেশে প্রধানমন্ত্রী

আপডেট: February 14, 2019 |
print news

জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয়দিনের সরকারি সফরে মিউনিখের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সরাসরি জার্মানির উদ্দেশে রওনা হন তিনি।

মিউনিখ নিরাপত্তা কাউন্সিলে অংশ নিতে প্রথমে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে জার্মানি থেকে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর