মার্চে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন

আপডেট: February 13, 2019 |
print news

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের জন্য আগামী ১৩ ও ১৪ মার্চ দিন ধার্য করা হয়েছে। এই দু’দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে সাত সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমার দিন ধার্য করা হয়েছে। প্রত্যাহারের দিন রাখা হয়েছে ৬ মার্চ।
এবারের নির্বাচনে ৮ হাজার ৮৮ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর