ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

আপডেট: September 12, 2023 |
inbound7156320397950805862
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরিয়ম (৩৫), রোকসানা (২৫) ও আবেজান (৭০) নামে তিন নারীর মৃত্যু হয়েছে এবং ২৪ ঘন্টায় নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে ২২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই তিন নারীর মৃত্যু হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

মারা যাওয়া তিন নারীরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার মোছলেম শেখের স্ত্রী মরিয়ম, একই উপজেলার চাঁদহাট গ্রামের রওশন মাতুব্বরের স্ত্রী রোকসানা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া এলাকার মনির উদ্দিনের স্ত্রী আবেজান।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরিয়ম নামের এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৩টার দিকে মারা যান তিনি। অপরদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোকসানা নামে এক নারী গত শনিবার (৯ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ সেপ্টেম্বর) ওই নারীর মৃত্যু হয়। এছাড়া, আবেজান নামে অপর আরেক নারী সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ২৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৫ জন।

তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন।

জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১৬২ জন। এর মধ্যে ৬ হাজার ৫১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর