বগুড়ায় ইয়াবাসহ ৫ মামলার আসামী গ্রেফতার

আপডেট: September 12, 2023 |
inbound8399944715285241361
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৫ মামলায় আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ ওরফে গিট্টু মামুন(৪৩) কে গ্রেফতার করেছে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে বগুড়া সদর থানাধীন ফুলবাড়ি মধ্য পাড়াস্হ জনৈক রমযান আলীর মুদি দোকানের সামনে হেয়ারিং রাস্তার উপর থেকে ১০০ পিস ইয়াবাসহ মামুনুর রশিদ ওরফে গিট্টু মামুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী গিট্টু মামুন বগুড়া সদরের ফুলবাড়ি দক্ষিণ পাড়ার মৃত-টুকু প্রামাণিক এর ছেলে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আটককৃত গিট্টু মামুন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা খাটা আসামি
এবং আপর একটি হত্যা মামলা বিজ্ঞ আদালতের রায়ের অপেক্ষায় সহ ০২ ( দুই) টি অস্ত্র আইনের মামলা ও ০২ টি মারপিটের মামলা সহ মোট ০৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃত গিট্রু মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর