প্রতিবন্ধীদের মানোন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক : সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট: September 20, 2023 |
inbound614478366900424607
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এদেশের অবহেলিত, পশ্চাদপদ মানুষের কল্যাণের জন্য যে সকল কার্যক্রম বাস্তবায়ন করেছেন তারই একটি উজ্জ্বল নিদর্শন আজকের মৈত্রী শিল্প।

প্রতিবন্ধীদের মানোন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারা সম্পদে পরিনত হয়েছেন। ’

গাজীপুরের টঙ্গীতে বুধবার দুপুরে মৈত্রী শিল্পের নবনির্মিত মূল ফটক ‘সংশপ্তক’, নতুন গভীর নলকূপ, মৈত্রী চেয়ার ও ঝুড়ি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি মৈত্রী শিল্পের বিভিন্ন উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি মৈত্রী শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রীর ব্যাপক প্রচার করে দেশব্যাপী প্রসার ঘটাতে সাংবাদিকদের সহযোগিতা চান।

সমাজকল্যাণমন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো, মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে নির্বাহী পরিচালক মো. সেলিম খান।

Share Now

এই বিভাগের আরও খবর