ইসলামী ব্যাংক পল্লীগঞ্জ বাজার আউটলেটে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: September 20, 2023 |
inbound7417963630959861104
print news

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা’র পাইলগাঁও ইউনিয়নের অলইতলী-কাতিয়া’য় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পল্লীগঞ্জ বাজার আউটলেট এর উদ্যোগে ২০ সেপ্টেম্বর, ২০২৩ইং, বুধবার বিকাল ৩টায় ‘ব্যাংকিং সবার জন্য ও আর্থিক সাক্ষরতা বিষয়ক’ গ্রাহক সমাবেশ মাওলানা ফজলুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পল্লীগঞ্জ বাজার আউটলেটের এমডি এন্ড হেড অফ আউটলেট অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী এর সভাপতিত্বে ও ইনচার্জ ফজলে রাব্বি মারুফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মো: ওয়াহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসিস্ট্যান্ট অফিসার মো: আলা উদ্দিন, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী কুতুব উদ্দিন জুয়েল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মহিম উদ্দিন, পল্লীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এসিস্ট্যান্ট সেক্রেটারি ইলিয়াস উদ্দিন।

আউটলেটের ক্যাশ অফিসার সুয়েব আহমদ, অফিসার আব্দুল হালিম ও মো: মিসবাহ এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত গ্রাহক ও সুধী সমাবেশে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীবৃন্দ, অত্র এলাকার মুরুব্বিয়ান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর