বগুড়ার শিবগঞ্জে সড়কের শৃঙ্খলায় নিসচা’র ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

আপডেট: September 20, 2023 |
inbound6789744820159059144
print news

বগুড়া জেলা প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দুই মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা’র) এর আয়োজনে সড়কের শৃঙ্খলা ও যানজট নিরাসনে মাঝিহট্ট ইউনিয়নে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা বন্দরে চালক, হেলপার ও পথচারীদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই ও মাঝিহট্ট ইউনিয়নের বিট অফিসার ইব্রাহিম হোসেন ।

নিরাপদ সড়ক দিবস ২০২৩ নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্হিত ছিলেন নিরাপদ সড়ক চাই উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মাস্টার সোহাগ আলী, সদস্য সচিব আসাদুল্লাহ, নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য আনোয়ার হোসেন বাবু, সেলিম প্রাং, আব্দুর রহিমসহ শতাধিক চালক ও পথচারী।

Share Now

এই বিভাগের আরও খবর