নুসরাত হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

আপডেট: April 15, 2019 |
print news

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী ও আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও পুড়িয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে মো. শামীম নামে আরেকজন গ্রেফতার হয়েছে। সোমবার বিকেলে সোনাগাজী উপজেলার পশ্চিম তুলাতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার মো. শামীমের বাবার নাম মো. সফি উল্লাহ। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী এই শামীম।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই-এর পরিদর্শক শাহ আলম জানান, আলোচিত এ মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই।

Share Now

এই বিভাগের আরও খবর