জয়পুরহাটে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

আপডেট: September 24, 2023 |
inbound5145238123784725795
print news

জয়পুরহাট প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের আয়োজনে ব্যাপক বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও  সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা সমাবেশ সফল করে।

রবিবার বিকেলে জয়পুরহাট শহরের সুগার মিল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

জয়পুরহাট জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমীন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম  আহ্বায়ক সরোয়ার রওশন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন,সহ সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান রকি, জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল।

এসয় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল কর্মী রাশেদুল ইসলাম রাশেদ, সামাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী জানান।এবং সরকার কে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর