বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিদ্দিকুর রহমানকে এমপি নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট: September 24, 2023 |
inbound3879095085200012395
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর ৪ ( বড়াইগ্রাম – গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার একমাত্র প্রার্থী আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী ও রিটার্নিং অফিসার মঈন উদ্দিন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।।

রবিবার ( ২৪ সেপ্টেম্বের) গনবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র মনোনীত প্রার্থী জনাব মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী পিতা ইউনুস আলী পাটোয়ারী, মাতা মোছাম্মৎ রঞ্জন ভানু, সাং মহল্লা বনপাড়া ৩নং ওয়ার্ড বনপাড়া পৌরসভা ডাকঘর হাড়োয়া, উপজেলা বড়াইগ্রাম জেলা নাটোর।

৬১ নাটোর ৪ নির্বাচনী আসনে জাতীয় সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাযত ভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গত ৩০ শে আগস্ট মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন আগামী ১১ ই অক্টোবর উপনির্বাচনের আয়োজন করেন।

উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৯ জন প্রার্থী ফর্ম উত্তোলন করলেও আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন দাখিল না করায় নৌকা এর একমাত্র প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Share Now

এই বিভাগের আরও খবর