বোনের বিয়েতে না গিয়ে জয় উলফের কনসার্টে প্রিয়াংকা চোপড়া

আপডেট: September 25, 2023 |
boishakhinews 8
print news

 

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার রোববার বিয়ে করেন। গোটা রাজস্থানের উদয়পুর শহরজুড়ে সাজ সাজ রব ছিল।

 

ভিআইপি অতিথিদের তালিকায় ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংরা।

শনিবার আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল পরিণীতির বোন প্রিয়াংকা চোপড়ার। সঙ্গে আসার কথা ছিল প্রিয়াংকার মেয়ে মালতী চোপড়া জোনাসেরও।

তবে প্রিয়াংকা ব্যস্ত ছিলেন গানের অনুষ্ঠানে। শনিবার রাতে অভিনেত্রী গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পপ তারকা জয় উলফের কনসার্টে।

নীল রঙের ব্লেজার সঙ্গে মানানসই স্কার্টে দেখা যায় প্রিয়াংকাকে। জয় উলফের কনসার্টে অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে ও হইহুল্লোড় করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে শুধু প্রিয়াংকা একা নন, পরিণীতির বিয়েতে এলেন না করণ জোহরও। শনিবারই উদয়পুর পৌঁছে যাওয়ার কথা ছিল করণের। পরিণীতির বিয়েতে পরার পোশাকও বেছে রেখেছিলেন কিন্তু শেষ মুহূর্তে বাড়িতে হঠাৎ প্রয়োজন পড়ায় আসা হয়নি করণের।

Share Now

এই বিভাগের আরও খবর