নাটোরে শ্রমিক নেতার ওপর হামলার ঘটনায় ৩ জন আটক

আপডেট: September 27, 2023 |
inbound3430584194675191158
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পির ওপর হামলার ঘটনায় ৩ যুবককে গ্রেফতার কারেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো কান্দিভিটুয়া এলাকার আসামী শামিমের ছেলে ধ্রুব (২২) শাহ-আলমের ছেলে সজিব(২৩) আব্দুর রহিমের ছেলে ইমন(১৯)।

গত ২৫ সেপ্টেম্বর রাতে শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিস্ট্রি অফিসের সামনে নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পিকে কুপিয়ে জখম করা হয়।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে  মামলার  অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে শ্রমিক ফেডারেশন ও যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পির ওপর হামলাকারী সকল আসামীকে দ্রুত গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশন।

Share Now

এই বিভাগের আরও খবর